আমার মা
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
১২-০২-২০২২
**************
চাঁদের চেয়েও চমৎকার
আমার মায়ের মুখ,
মায়ের সান্নিধ্যে পাইছি
স্বর্গের সকল সুখ।

মায়ের মত নাই-রে আপন
কেউ ধরার মাঝে,
মায়ের মুখ দেখছি আমি
সকাল দুপুর সাঁঝে।

সকল সময় পাইছি আমি
ওই মায়ের মমতা,
মায়ের আর্শীবাদ পাই যেন
গোর থেকে সর্বদা।

তোমার ক্রোড়ে জন্ম নিয়েই
হয়েছিলাম যে ধন্য,
আলো বাতাস চাঁদের মুখ
শুধুই তোমার জন্য।

শান্তির মুখ দেখেছিলাম মা
তোমার দোয়ার জন্য,
আজ মা তুমি বেঁচে নেইরে
আমি হয়ে গেলাম অন্য।