আমার মৃত্যু কালে(২০৪৪)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৭-০২-২০২৩
========================
আমি যদাি যাইগো মরে কান্দিও না মোর লাগি
দোয়া দুরুদ পাঠ করিও পাশে বসে রাত জাগি।
আতর, গোলাপ,ধুপের ধোয়া দিও মোর গায়ে
পাড়া-পড়শী,বন্ধু বান্ধব আসবে শেষ বিদায়ে।


আমার ছেলে কাঁদে যদি আমার মরণ দেখিয়া
আমার ভালো চাইবে যারা, বুঝাইও আসিয়া।
ঘরের লোককে বলিও তোমরা কোরান পড়িতে
আরো বলিও তোমারা ওই  দ্বীনের পথে চলিতে।


মা থাকলে কাঁদতো যাবৎ জীবন স্ত্রী মাঝে মাঝে
অন্যেরা সব কাঁদবে একদিন সকাল সন্ধা-সাঁঝে।
ভাই কাঁদবে বোন কাঁদবে আর কাঁদবে কত স্বজন
মায়ের মত এমন কাঁন্দন আর কাঁদবে বল কজন।


এতিম মিসকিন খাওয়াইও গরীবদের করিও দান
ওই বিচার দিনে শান্তি পাবো ঠান্ডা করবে প্রাণ।
বিদায়ের লগ্নে তাসবিহ পড়িও কালাম নিও মুখে
তোমাদের দোয়া দুরুদের বরকতে শান্তি পাব বুকে।