আমার পৃথিবী (আবৃতি)
এম,এ,সালাম
২২-১১-২০


হে মানুষ কি অপরাধে তোমরা আমায় ভালবাসা না?
কি দোষ পেয়ে ভুলে গেছো চিরদিনের  জন্য?
মানুষ তো ভুলের উর্ধ্বে নয়, ভুল তো হতেই পারে,
তাই বলে কি ভাল না বেসে শুধু শুধু অপবাদ দিয়ে যাবে।
তোমরা যদি ভাল নাই বাস, ফুল কলিরা ভালবাসবে,
ভালবাসবে নদীর স্রোতে,ভালবাসবে সাগর সলিলে।
হে মানুষ ভালবাসবে প্রভাতের অরুন রাঙা সূর্যটা,
ভালবাসবে ভোরের ঘুম জাগানো দোয়েল পাখিরা।
ভালবাসবে দ্বিপ্রহরের উষ্ণ সূর্য টা, নির্জন বট
বৃক্ষের ছায়াটা
কাল দুপুরেও ঘর্মাক্ত  শরীরে  বসেছিল গাছের ছায়ায়
অনুভূতির পাঙ্কা মেলে কত হিমেল  বাতাস বিলিয়ে দিল গায়।
তখন বুঝতে  পেরেছি  মানুষে ভাল না বাসলেও
প্রাকৃতিকর অন্যসব সৃষ্টিরা আমাকে প্রানভরে ভালবাসে।
আমার পৃথিবী টা আজ আমারই আছে, নেই শুধু স্বার্থপর  লোভী মানুষের বিষ মাখানো  ভালবাসা।


(আবৃতি কবিতা)