আমার প্রতিজ্ঞা
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
১০/০৩/২০২২
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
জীবন সংগ্রামে জয়ী হবো
সিন্ধুর বিন্দুর এনে,
ঘাত-প্রতিঘাত সব পেরিয়ে
মুক্তা মানিক এনে।

ভয় করি না এগিয়ে যাবো
আসুক বাঁধা যত,
এ মন প্রাণ সব বিলিয়ে দিবো
হোক না শরীর ক্ষত।

সব সমাজ রাষ্ট্র জাতি গোষ্ঠী
বেঁচে থাকে লড়াই করে,
মানব মন সকল হবে যে ধন্য
ত্যাগ তিতিক্ষার তরে।

নিজ মাথে চাপানো দায়িত্বটা
ত্যাগে পালন করে যাবো,
হাসি খুশী এই মনটা ত্যাগে
দেশ প্রেমিক যে হবো।

সুখ-দুখের মধ্যে ডুবে থেকে
করবো ভালো পন,
মানব কর্ম হবে পরম ধর্মে
ভালো হবে দেহ মন।

এগিয়ে যাবো ধৈর্যের সহিত
সৎ প্রত্যয় নিয়ে সাথে,
পরিশ্রম যে বিফলে যাবে না
কষ্ট রবে না মাছে ভাতে।