আমি বোকা বলে(১৭২৭)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৭-০৭-২০২২
_____________________
দেহে  যদি লাগে  আগুন
          মনের তাতে কি ?
দেহ-মন  একদেশের নয়
         বলতেঃ  শুনেছি ।


দেহ  যদি  পড়ে  কাপড়
     তাতে মনের হবে কি?
ব্যস্ত থাকে  মনটা নেশায়
  তাতে দেহের ক্ষতি কি ।


দেহ যদি  হয় দেশান্তরি
     মনের অবস্থান কি?
কি করো ভাই বন্ধু সুজন
    অলীক স্বপ্নে দেখেছি ।


দেহ  যদি   আমারই  নয়
    কাঁদে কেন অবুঝ মন?
মনের  জ্বালায় দেহ সদয়
        ঝিমায় সারাক্ষন।


মনের  আগুন জ্বলে  মনে
      কাঁদে চোখের  কোণে,
ক্ষোভে লোভে হৃদ যন্ত্রটা
      ব্যস্ত কাহার দরাশনে।


আমার মনের যতো জ্বালা
       জং ধরিয়া দেহ কালা,
লাজ লজ্জায় দিবে তালা
   দেহের নাকি হবে ভালা।


মন যদি হয়  দেহের সখা
        কবরে মনহীনএকা,
তবে কি তাঁর রাস্তা বাঁকা
     জনমই আমি বোকা।