আমি কালো মেয়ে বলে
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
২৯-০৩-২০২২
🚻🚻🚻🚻🚻🚻🚻🚻🚻
এ হস্তটি ছেড়ো না বন্ধু তুমি
আগলে রেখো আমায়,
সকল দুঃখ কষ্ট ভুলিয়ে দিবো
আমার ভালোবাসায়।

যে দিন তোমায় খসম রূপে
সবার সামনে মেনে নিছি,
সেদিন থেকে নিজেই আমি
মনপ্রাণ তোমায় সঁপেছি।

তোমার দুঃখ নিজের ভেবে
সেবায় জীবন দিবো,
তোমার চরণে মাথা ঠেকিয়ে
তোমার কষ্ট মেনে নিবো।

আমি কালো বলে ঘৃণা করে
মন খারাপ করো না,
পথে ঘাটে সুন্দরীদের দেখে
দূরে ছুঁড়ে ফেলো না।

কালো হলেও সবে আদর করে
ডাকতো গুণীখুকু বলে,
মন তখন ফাগুনের বাতাসে
নাচতো চোখের জলে।

আজ আমায় সবাই পর করেছে
ভালোবাসে না আমায়,
জানি বিয়ের পরে মেয়েদের নাকি
স্বামী ছাড়া নেই  উপায়।

হায়রে বিধাতা এসব তোমার!
একছত্র শক্তির কেরামতি,
বিয়ের জালে আবদ্ধ হলে কি?
মেয়ের থাকে না যে গতি।

তোমার সৃষ্টির নব নেয়ামতেই
কেন বানালে আমায় মা?
পরের অধীনে পাঠিয়ে দিয়েই
আমায় হৃদয়ে দিলে ঘা।

মা বানিয়ে তুমি কেন যে কাঁদাও?
নাড়ী ছেঁড়া সন্তান দিয়ে,
স্বাধীন ছিলাম পরাধীন হলাম
করে সুন্দর পুরুষ বিয়ে।

তাই তোমার কাছে মিনতি করি
স্বামীকে রেখো সুস্থ্য সবল,
সু-মনের অধিকারী স্বামী হলেই
কালো হলেও হয় ধবল।