আমি কবি আঁকি ছবি (১৮২৯)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৯-০৭-২০২২
________________________
আমি মনের ছবি আঁকবো বলে,নিচ্ছি হাতে রঙ-তুলি
নানান রঙ মাখছি সেথায়, সঙ্গে নিচ্ছি  আঁকার ঝুলি।
নয়ন কালো শ্বেত গড়ন হরিন চোখে ভালোবাসার যাদু
সাত রঙের রঙ মিলিয়ে আঁকি রামধনুর মত মিষ্টি মধু।
সম্মুখে তুমি অবস্থান করে নয়নে বলছো নানান কথা
জানিয়ে দিচ্ছে হাতের কলম শেষ হবে কবিতা লেখা।
গোলাপী গ্রীন শাড়ীর আঁচল চওড়া নীল সাদা যে পাড়
কত উজ্জল প্রাণ প্রেয়সী  মুখে হাসির ঝিলিক তার?
মাথার উপর নীল আকাশ যে নীল সাদা মেশানো রঙে
আলতা রাঙায় সাজাই তোমায় মন ময়ুরীর নাচ সঙ্গে।
হস্ত দু,খান কোমল গালে কপোল সুঠাম দেহে সাজাই
শিশির ভেজা চরণ তোমার রঙ তুলিতে আঁকছি তাই।
আর নয়নে দু,চোখ রেখে ওগো আঁকছি মিষ্টি মধুর ছবি
মন মাতানো ছড়ায় ছড়ায় সুর করেছি আমি ছন্দের কবি।
আজি ক্যাম্মে হলেম ছন্দের কবি,মুখে সুর দিলেম কই,
ক্ষুদ্র ছন্দে ছড়া সাজিয়ে লিখি তোমার মুখোশ্রীটা এই।
প্রেম ভালোবাসা আছে বলে আঁকি কবিতার সুর ছবি
এই একটু আঁকার চেষ্টা করছি আমি সুর ছন্দের কবি।