আমি যখন হাটছি
    এম,এ,সালাম,
     ১০-০৮-২০


শশী কে দেখিলাম জানালা দিয়ে
      তার অবস্থানে আছে,
কোন কারিগড় টেনে হেচরে?
      নিচ্ছে আমার পাশে।


নেমে পরিলাম ঘর থেকে আজ
      ইন্দুর কারিষ্মা দেখিব বলে,
শ্রবনের সুধাংশু সাথী হয়ে আজ
      হাটছে আমার সাথে।


যখন দাড়াই বিধুও দাড়ায়
    আমি কি যে করি,
দৌড় দিলে সেও দৌড়ায়
   আমি চলি তড়িঘড়ি।


হিমাংশু নাকি তার গতিতে
     চলছে  সরল পথে,
রাতের শশী কোথায় মিলে যায়,
      আবার সন্ধায় দেখি আকাশে।


রাতের শোভাই রুপালি চন্দ্র
       দিনের শোভা অর্ক
ইহার রহস্য খুজতে গেলে,
       থাকিতে হবে ধৈর্য।


পূষাবিধুকে নিয়ে ভাবিতে হবে
      কোথায় বাড়ী ঘর?
চন্দ্রভানুর কাছে নেই যে কোন,
       কে আপন কে পড়?