আম জনতার আদালত(১৯০০)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৬-০৯-২০২২
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
পাহাড় কাঁদে অশ্রু ধারায়
গড়িয়ে পরে ঝর্ণা,
অসহায় কাঁদে জালেম হাসে
ঝরায় রক্তের বন্যা।


আকাশ কাঁদে দিনমণি হাসে
ধরায় বাড়ে তাপমাত্রা,
কালোনিশি কাঁদে জোঁসনা হাসে
নব বিবাগীনির পদযাত্রা।


গুমরে গুমরে মেঘের কান্না
মুষলধারে বৃষ্টিধারা,
প্লাবিত নদীভাসে সাগর হাসে
স্রোত চলে বাঁধনহারা।


শ্রমিক কাঁদে মালিক হাসে
মূল্য দিতে প্রবঞ্চনা,
বন্ধু-বান্ধব কাঁদে শত্রু হাসে
কাজের মাঝে প্রতারণা।


নর-নারী কাঁদে অসুর হাসে
জোঁকে চুষে রক্তপান,
সাধারণ মানুষ নেই যে হুশ
শুধু শুধু জীবন দান।


দিন মাস বছর গুজরান করে
সময় যে যায় অবাধে,
সরল মানুষের নেই যে গতি
এই জনতার আদালতে।