আমরা সেরা (২২১৯তম)
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
০১-০৮-২৯২৩ ইং
*************************
দেশটা আমার সবার সেরা
মাটির গন্ধে পাই,
রক্ত দিয়ে স্বাধীন করছি
তার তুলনা নাই।


পরাধীন দেশ স্বাধীন করেছি
জীবনের বিনিময়ে,
বন্ধু এই ঋণ শোধ করিবেন
কিসের বিনিময়ে?


কত ঝড় ঝাপটা সহ্য করেছি
নয়মাস ধরে সয়ে,
সুখ সাগরে পালতোলা নাও
জোয়ার ভাটা বহে।


এই মাটিতে চাষ করি মোরা
সোনা ফলাই তাতে,
সারা বছর পানিভাত মরিচে
খেয়ে ধেয়ে দুধেভাতে।


কত রোদ বৃষ্টি ঝড়ের প্রকোপ
মাথে রেখে সয়ে যাই,
সোনার মাটিতে সোনা ফলিয়ে
মোরা কত শান্তি পাই।


চাষার ছেলে চাষ করি মোরা
সোনা ফলাই মাঠে,
স্বাধীন বাংলার এই চাষিদের
কদর বাজার হাটে।


পাকা বাড়ি নেইকো মোদের
খ্যারের ঘরে থাকি,
ঘুমের মাঝে খোলা ঘরেতে
হাজারো স্বপ্ন দেখি।


রোজ নিশিতে চাঁদের হাসি
দেখি চালের ফাঁকে,
প্রখর রোদে ঠান্ডা সমীরণ
শরীর শীতল রাখে।


হরেক রকম ইরি আমন ধান
আঙিনা গন্ধে মাতে,
আনন্দের রাশি মনের কোণে
আটকা পরেই থাকে।


আমরা কঠিন যোদ্ধা যুদ্ধ করি
মাটির মিতালির সাথে,
যত রকম বৈরী আবহাওয়াও
ভয় করি না তাতে।


আমরা যে  কৃষকের ছেলে
জন্ম সুত্রেই চাষি,
ধান,পান,পাট চাষ করে যে
খাদ্যে সম্পুর্ণ রাখি।


চাষা বলে যে সবার সেরাতে
আমি গর্ব করে যাই,
সারা বছরের ফসল দিয়েই
আমরা দেশটা বাঁচাই।