আপন বলতে তুমি (২০৬৫)
এম,এ,সালাম,সুর ও ছন্দের কবি)
২৮-০২-২০২৩
=====================          
আমি তোমার গুনাগার বান্ধা
দোয়ায় দুহাত করেছি উচু,
জীবনে যত ভুলত্রুটি করেছি
পাপের মাফ করো সবকিছু।

প্রভু তুমি হলে যে দয়ার সাগর
সারা বিশ্ববাসী তা জানে,
পুরণ করে দাও আশা আমার
আছে যত আমার মনে।          


তুমি আপন মনে ক্ষমা বিলাও
স্বহস্তে বিলাও বিশ্বপতি,
তুমি ছাড়া এ পাপি অধমের
ধরায় নেই যে কোণ গতি।


প্রভু তোমার প্রেমে জীবনটাকে
আমি চাই সাজাতে ফের,
রোজ হাশরে কঠিন বিচার হবে
আমি টের পেয়েছি ঢের।


তোমার করুণা পাওয়ার জন্য
প্রভু আমায় সুযোগ দিও,
আমরন তোমার হুকুম পালনে
তোমার প্রেমে মজে রাখিও।