আপোষহীন বক্তৃতা
     এম, এ, সালাম
      ০৭-০৩-২০


শতবর্ষে মনেপড়ে মুজিব তোমার কথা
তাই তো আমি কাব্য কথায় লিখি কিছু কথা।
ভাষা আন্দোলন বাংলাদেশের স্বাধীনতার বীজ
তোমার ডাকে সাড়া দিয়ে ত্রিশলক্ষ হইল শহীদ।
সাতই মার্চ রেসকোস ময়দানে তুমি বলেছিলে
কথাগুলো অক্ষরে অক্ষরে সবই ফলেছিলে।
তোমার আপোষহীন বক্তৃতাটি কত মধুর
ছিল?
নির্বিধায় বাংঙালীরা সবই মেনে নিল।
তুমি ব্যঘ্রকণ্ঠে বলেছিলে রক্ত যখন দিয়েছি,রক্ত আরো দিব
তবুও বাংলার স্বাধীনতা আমরা কেড়ে
নিব।
তোমার ডাকে ঝাঁপিয়ে পড়ে কত দামাল
ছেলে
বুলেটের মুখে বুক পেতে দেয় জীবনের
মায়া ফেলে।
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।
আমরা কবি সমাজ ভুলি নাই নেতার কথাগুলো-
সেদিনও কলমের যুদ্ধ কঠিন ভাবে
চলেছিল।
তুমি নেই তোমার কথা এখন লিখে যাই-
অগ্নিঝড়া মার্চে বন্ধু আমরা তোমায়  ভুলি নাই।
তুমি ছিলে এক মহান নেতা বিশ্বের ভুমে
বীর বাঙ্গালী তোমাকে আজ শ্রদ্ধাভরে চুমে।