আর সাজতে চাই না (১৮২৮)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৮-০৭-২০২২
___________________________
জীবনটা বড় আজব লাগে
যার কুল কিনারা নাই,
গতিহীন পথে চলতে চলতে
বড়ই  ক্লান্ত  হয়ে যাই।


বিরামহীন ভাবে চিন্তা চলছে
শান্তির পথ অচেনা,
চলতি পথে কত হোঁচট খাই
অক্কাপাওয়া অজানা।


জীবন যে বড় নদী ভাঙ্গার মত
পদে পদে হয় যে ভয়,
বেঁচে থাকার মন মানসিকতা
ক্রমন্বয়ে হয় যে ক্ষয়।


বিবেকের তাড়নায় পথ চলেছি
ক্ষুধার জ্বালায় মুখ বুজে,
সৃষ্টি যা দিয়ে যায় তা খুঁজি না
মরে যাই তাই লাজে।


একের পর এক পরীক্ষা নিচ্ছো
যেমন খুশী প্রশ্ন দিচ্ছো,
মান-সম্মান নিয়ে বাঁচিতে চাই
প্রভু তাই তুমি কষ্ট দিচ্ছো।


তোমার ধরায় প্রসাধনী চাই না
চাই না মেহেদীর কাজ,
তারপরও কি সাজাবে বলো?
তুমি নষ্ট জগতের মাঝ।


আলতারাঙ্গা পাদুকা চাই না
চাই না ঠোঁটে পালিশ,
বিচারের আওতায় আনো যদি
কার কাছে করিব নালিশ।