আশায় গুড়ে বালি (২১৯৮ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১১-০৭-২০২৩ ইং
*************************
বড় আশা যে করেছিলাম অনেক দিন ধরে
আশা আমার গুড়ে বালি দিল নিরাশ করে।
আশার মাঝে সব মানুষের সুখে দুঃখে বাস
আশা আমার ভেস্তে গেলো ছেড়ে নিঃশ্বাস।
যে আশায় ঘুরলাম ফিরলাম মেয়ের গায় জ্বর
গাও গেরামের কথায় বলে পানতে ডুইব্বা মর।
আমার আশার মাঝে জ্বলে উঠলো লালবাঁতি
কার কাছে মুই প্রকাশ করি নেই যে কোন সাথী।
মোদের গ্রামে নাকি কথা আছে বড় আশা যার
সুখ-স্বপ্ন পুরণের দিনে বাতার মরে নাকি তার।
দুঃখ কষ্টে ছাতিটা জ্বলে পাথুরে কয়লার মত
বরফ গলা জল দিলে নাকি ঠান্ডা হবেনা ক্ষত।
আশা আমার ভেঙে চুরমার উদ্ভট কথা শুনে
আশার মাশুল দিতে হবে পকেট থেকে গুনে।
চেয়েছিলাম ভাই দুইহাত দিয়ে ধরবো বড় মাছ
মাছ পেলাম না হাতের মধ্যে পেলাম ছোট গাছ।
স্বপ্ন আমার দুঃস্বপ্ন রুপে ধরা দিলো যে রাতে
ঘুম ভাঙ্গার পর সকাল বেলা ঘোড়ার ডিম হাতে।
আমার আশায় গুড়ে বালি,কপাল দোষে খালি
খপ করিয়া সোনা ধরেছি মেলিয়া দেখি বালি।