আশার প্রকোষ্ঠ (১৯৪৫)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০১-১১-২০২২
=========================
আমার আশার বসতি জীবনের নীড়ে
জীবনে আসবে কি আর ফিরে?
কষ্টে হৃদ প্রকোষ্ঠে বেঁধেছে ছোট বাসা
হৃদ মাঝারে ঢেউ উঠছে বারেবারে।


আপন মনের কর্মকাণ্ডে মুগ্ধ হয়েও
তুমি আজ ধরায় হলে যে পর,
আবেগের চেতনে  মনের মাধুরীতে
আগের মত নেও না খবর।


আমার অন্তরে লাগা  মানুষ পেয়েই
প্রথম সাক্ষাতে পাগল পারা,
হৃদয়ের মাঝে জায়গা দিতে পেরে
ওই নামটা হৃদ মাজারে ধরা।


দুঃখ বেদনা সবার অন্তরে আছে
আছে আসা যাওয়ায় পাল,
প্রস্ফুটিত ফুলের মত  মন পবিত্র
তালাবিনে আটকা বেসামাল।