১৮ তুমি আসবে বলে
    এম,এ,সালাম
    ০১-০১-১৮
তুমি আসবে বলে চেয়ে রয়েছি-
      অজানা পন্থপানে,
একটি বছর অপেক্ষা করেছি
      চেয়ে দুই নয়নে।


তুই আসবি যখন মোদের মাঝে-
      অনেক স্বপ্ন নিয়ে,
দিনের আলোতে না এসে তুই
      আসলি রাত বারটা একে।


তুই আসলি যখন, এই ধরাতে-
      সবাই ঘুমের ঘোরে মরা,
কোন ফাকে তুই প্রবেশ করলি
     তোকে দেখেই আত্মহারা।


নতুন সাজে সেজেছো তুই-
      শীতের নতুন পোশাক দিয়ে,
কোন পথে তুই ডুকলি ধরায়
      সবাইর মনের কোনে।


হঠাৎ  আগমন করে ঘোষনা দিলে-
     আমি থাকিব একটি বছর,
সবাইর সাথে মিলে মিশে থাকিতে চাই
     আমার নেই যে কোন কসর।


তোর আগমনে ধরাটি কেন যেন-
      নতুন সাজ সাজ রব,
মন কাননে, সবুজ বনে দেখা যাচ্ছে
    পাখ-পাখালির নতুন নতুন রব।


তোর আগমনে হিসেব নিকাশ-
      সবই পালটে যাচ্ছে,
সবাইর জন্য নতুন  সালটা
      এক এক করে বৃদ্ধি পাচ্ছে।


ওয়ানের ছাত্র টুতে যাচ্ছে-
    কমছে চাকরির বয়স ,
অবসরের সময়টা কেন যেন
      বাড়াচ্ছে হায় হুতাশ।


সুনাগরিক ছিল না নাগরিক হবে-
     মনের মাঝে বড় আশা,
সুখ-শান্তিতে সারাটি বছর
     বাঁচিবার বড় আশা।