আত্মা করো খাঁটি (২১৬১ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৪-০৬-২০২৩
==================
অসৎ পথে সুদ ঘুষের টাকায়
যদি পশু দাও কোরবানি,
বিচার দিবসে প্রভুর কাছে'রে
হবে তোমার যে মানহানি।


আগে মনের পশু কোরবানি দাও
তোমার মনটা কর খাঁটি,
কবুল হবে রক্ত গোস্ত লোমসহ
অন্যথায় এসব যে মাটি।


ঘুষের টাকায় বড় গরু কিনে
বাজি ধরো এই সমাজে,
সওয়াবের বদলে পাপ কিনলে
আসবে না কোন কাজে।


তুমি কোরবানি হও পশুর কাছে
নিজেকে দেও বিলিয়ে,
তবে হয়তো প্রভু কবুল করবেন
এই ত্যাগের বিনিময়ে।


মেয়ে জামাইকে খুশী করতে যে
বন্ধু কোরবানি যে নয়,
এই লোক দেখানো কোরবানি
দিতে জাগে না কেন ভয়?