আইনের পুলিশ
এম,এ,সালাম
  ১১-১০-২১
================
আইনের পুলিশ আইন মানে না
   ফাইন দিলেই হয় আইন,
অপরাধিকে গ্রেফতার করলেও
  ছেড়ে দেয় নিয়ে ফাইন।


সকল পুলিশ নয়তো কেবল
  স্বভাবে হারামি বজ্জাত,
খুঁজলে কিছু পুলিশ পাবেন
    দায়িত্বে  ছিলেন সৎ।


দেখুন সব পুলিশ হয় না কিন্তু
   ঘুষখোর ও অনৈতিক,
কিছু পুলিশকে দেখি মানবিক
   বাড়ায় সাহায্যের হাত।


সব পুলিশ হয় না রে ভাই
   নারীর প্রতি আসক্ত,
এখনো অনেক পুলিশ আছে
   হয় যে আল্লাহ ভক্ত।


সব পুলিশ করে না এখন
  এমপি মন্ত্রীর গোলাম,
আল্লাহ ভীরু পুলিশ আছে
   মোল্লাদের করে সালাম।


পুলিশ মানে এমন নয় যে
    করে তর্জন গর্জন,
অনেক পুলিশ দেখা যায় যে
   করে সৎপথে অর্জন।


দেশে এমনও নিদর্শন আছে
    নামাজ করে না কা্যা,
তাদের কলমের খোচায় দেখি
   হয় না কেহর সাজা।


সব পুলিশের দেখা যায় না
   বিলাশ বহুল বাড়ি,
জন সেবায় নিয়োজিত থাকে
   লোভ মোহ ছাড়ি।


সবাইতো আর সাক্লাইন নয়
   নয় প্রদীপের মত,
যাদের গুলিতে প্রাণ গেছে
   নিরিহ মানুষের যত।