আজব দুনিয়া (২৩৬৪ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৫-১২-২৩ ইং
=====================
এই জগতটা বড়ই অদ্ভুত
ভাবতে অবাক লাগে,
ভাবতে গেলে উদাস মনে
হাজারো প্রশ্ন  জাগে?


আজব নিয়মে চলছে দেশ
চিন্তা করে লাভ নেই,
নিয়ম মেনেই দিন রাত হয়
আশ্চর্যের কিছু নেই।


মেঘ হতে যে বৃষ্টি বর্ষন হয়
এতোজল কোথা থাকে,
পাহাড় পর্বতের এত বৃক্ষলতা
কোন প্রক্রিয়ায় রাখে।


ওই পাহাড় থেকে‌ ঝর্ণা ঝরে
এতজল কোথায় থাকে?
প্রকৃতির কাছে প্রশ্ন করলে
সব রহস্য গোপন থাকে।


নদী চলে তার নিজের গতিতে
কোন বাঁধা সে মানে না,
পানি রাশি যে কোথায় যাবে?
তাহা কেউতো জানে না।


মেঘ বৃষ্টি যে তার অদ্ভুদ সৃষ্টি
কোথায় এত জল পায়?
বিনা বাঁধায় সে ঘুরে বেড়াচ্ছে
কোথাও ছুটতে নেই ভয়।


পৃথিবীর মাঝে অগণিত প্রাণ,
বসত করে আপন নীড়ে,
হাজারো প্রকারের পশু পাখি
উড়ছে খাল নদীর তীরে।


জন্ম-মৃত্যু শিশু বার্ধক্য কাল
সৃষ্টির নিয়মের মধ্যে বাধা,
মানুষ কেবল খেলনার পুতুল,
খেলছে হাজারো ধাঁধা।