আজরাইলের সাক্ষাৎ (২৩২২ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৩-১১-২০২৩ ইং
=================
মাথা ঘুরছে ফ্যানের মত
ফেরেস্তা দেখছি চোখে,
মৃত্যুর কষ্ট দেখে আসছি
এই বিধান কে রোখে?
মাথার সাথে ঘরও ঘুরছে
অনুভব  হাজার  বার,
আমায় কেহ চেপে ধরাতে
মাথা ঘুরে নেই আর।
মাথার পিছনের শিরাগুলো
সব ব্যথায় ভরে গেছে,
দু,পায়ের গোড়ালির শিরাও
সব দাড়িয়ে গেছে।
তেতুলের আচার খাওয়াতে
মাথা একটু ঠান্ডা হলো,
এনডোভার টেন খাওয়াতে
মাথা ঘোরা বন্ধ হলো।
বাঁঁচবো না বলে স্বজন ডেকে
শেষ বিদায় চেয়েছি,
আমার পুরোচোখ অশ্রুশিক্ত
আমি অনুভব করেছি।
মনে হইছিলো মৃত্যুর ফেরেস্তা
আসছে জান কবাজে,
মৃত্যুর সময় হয় নি বোধহয়
প্রভু বেঁচে রাখছে তবে।


বিদ্রঃ- গতকাল আমার অসুস্থতার অবস্থা নিয়ে লিখা।