বাবার বড় ছেলে
🖌️এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
                ২৪-০৪-২০২২
🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅
ছোট কালের জীবনটা ছিল পবিত্র ফুলের মত
হায়! মনের মাঝে রঙ বেরঙের স্বপ্ন ছিল কত।
বেলার শেষে খোলা মাঠে লাটাই নিয়ে ঘুড়ি উড়ি
মায়ের কোলে ঘুম পাড়ানীর গল্প চাঁদের বুড়ি।
একটুখানি কষ্ট পেলে সে কি করুন কান্নাকাটি
আনন্দ মুখর জীবন ছিল খাঁটি নিখুঁত পরিপাটি।
দেখলাম জীবন যে বদলে গেল বড় হওয়ার সাথে
অহরহ দেখেই চলছি এখন ঘুম আসে না রাতে।
বলছি যখন বন্ধু মহলে মনের সকল গোপন কথা
লুকিয়ে রয় নি ঘুমিয়ে রয় নি প্রকাশহীন দুঃখব্যথা।
স্নেহের ভাইটির কলেজের ফি বোনেরে দিবো বিয়ে
অসুস্থ্য মা-বাবার ঔষধ পত্র, ভাবছি  সকল নিয়ে।
এমনি ভাবে অতিবাহিত হলো চৌদ্দটি বছর পার
পরবর্তীতে ভাই,বউ  নিয়েও টানাটানির সংসার।
নিজেকে নিয়ে ভাববো কখন এত সময় পাই কই?
বাড়ি সংসার অফিস চাপে সতত ব্যস্ত আমি রই।
আঘাত পেলে চোখের কোণে অশ্রু আসে না আর
আমি বাবার বড় ছেলে তাই ভাবছি যে বার বার।
সকল চাওয়া এক জীবনে পূরণ হবার তো নয়
মনের মাঝে কত রঙের আশা সমাধি দিতে হয়।
মাঝে মধ্যে সমালোচনা লোক মুখে শুনতে পাই
আমি নাকি ছিলাম স্বার্থপর কিছুই করার নাই।
কত সমালোচনার ঝড় এসে বুকে বিঁধে সদা তীর
সদা সর্বদা ভয় হয় আবার সংসারে ধরে যদি চিড়।
হাজার কষ্ট বুকে পেলেও আমার মুখে বলা বারণ
আমি বাবার বড় যে ছেলে এটাই একমাত্র কারণ।