বাবুই পাখির বাসা
   এম,এ,সালাম
   ১২-১০-২১
===============
ভাদ্রমাসে ভ্যাপসা গরম
তাল,মালটা পাকে গাছে,
ধপাস করে নিচে যে পরে
তাল গাছের ই কাছে।


গাছের মাথে বাবুই পাখি
বাঁধে সুন্দর করে বাসা,
নিজ পছন্দে তৈরী করে
ওখানে বাঁচারই আশা।


এই পাখিকে বাংলাদেশে
কারিগড় পাখী বলে,
দিনের বেলায় খাবারের জন্য
হেথায় সেথায় ঊড়ে চলে।


আকাশ ভাঙার ভয়ে বাবুই
বাসায় পা রাখে উপরে,
ভাঙলে বাসা ফুরুৎ করে
উড়ে যাবে অনেক দূরে।