বাবুর জিজ্ঞাসা?
    এম এ সালাম
         ২৭-০৯-১৯


আজকে ম্যাডাম বাড়ির কাজে-
গুন অংক কষতে দিছে,
অংকটা কাল দিতে না পারলে
সকল পড়ার জীবন মিছে।


গুন করিলে দরকার নাকি-
ওই আদর্শলিপির নামতা,
সেই যে কবে রহিম স্যারে
পড়াইছিল আমতা আমতা।


যোগ বিয়োগ যেমন তেমন-
নামতায় ছিলাম কাঁচা,
গুনের নিয়মটা করিয়ে বাবা
স্যারের বকা থেকে বাচা।


তুমি নাকি অংকের মাষ্টার-
স্যারেরা বলাবলি করে,
গুনের নামতা পড়তে গেলে
বল মাথা ক্যান ঘোরে।


বাবা, কালকে যদি নাহি পাড়ি-
   ওই গুনের নিয়মগুলি,
ক্লাস টুতে যে খারাপ ছিলাম
    সেটাই যাবে ফলি।


বাবা, এই সৃজনশীল পদ্ধতিতে-
   কেমন করে অংক করি,
যোগ, বিয়োগ, ভাগ-পূরণের নিয়ম
    দাওনা আমায় ধরি।