ভাগ্যের পরিহাস
   এম,এ,সালাম
    ১০-০৭-২১
=============
গরিব চাষীর ছেলে কয়টি
লেখাপড়া শেষ করে,
চাকরির জন্য সনদ নিয়ে
ঢাকার শহর ঘুরে।


এই অফিসে ওই অফিসে
কত ধরনা ধরছে?
শুধু একটি চাকুরির জন্য
ধুকে ধুকে মরছে।


কোন রকম পিওনের চাকরি
দশলক্ষ চায় ঘুষ,
ইহা শুনে ওই গরীব বেটার
স্থীর থাকে না হুস।


কত হাজারে ওই শিক্ষিতরা?
নিরুপায়  হয়ে ঘুরে,
রিকশা চালায় জীবন বাঁচায়
গুলিস্থানের ওই মোরে।


কতেক আবার বালির-বোডে
কতেক রাস্তায় ঘুরে,
অনেক আবার ভাগ্যের দোষে
আফসোস করে মরে।


এই করোনা কালে অটোপাসে
চাকরির সুযোগ নাই,
কেমন করে মেধা শিখতে
কোচিং করতে যাই।


শেষ কালেতে চাকুরি না পেয়ে
দেই কপালের দোহাই,
ভাগ্যের বরাত দিয়ে বউকে
কোন মতে পাই রেহাই।