বেয়াক্কেল ব্যাটা (২০৭০)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৫-০৩-২০২৩
-------------------------------------
বেয়াক্কেল বেটা মানু চেন না
মোরা যে বরিশাইল্লা,
শালুনের  মধ্য  নুন না দেলে
হ্যারে কই মোরা আইল্লা।


ফোন কল দিতে টাহা লাগলে
মোরা দেই যে মিসকল,
কেহর চেয়ারা এক রহম অইলে
হ্যারে কই মোরা অবিকল।


মোরা মরিচ বাডি পাডা পুতায়
উররিহ দা গুডি ডাইল,
আগেরদিন কেহ কোথাও গেলে
হ্যারে কই গত কাইল।


মোরা ধান হিজাই তাফাল ডোঙ্গায়
হুগাই মোরা খইল্লানে,
ববুরে যদি বেড়াইতে কই বলে
আইবে আনে কাইল ব্যানে।


লেহা পড়া বেশি করলে কেউ
হ্যারে কই মোরা শিক্ষিত,
কথা বার্তা কইতে না পারলে
হ্যারে কই মোরা অশিক্ষিত।


যা দিয়া পুহাইরে খালে মাছ ধরি
মোরা হ্যারে কই ঝাহিজাল,
গাঁজা মদ খাইয়া উশ আরাইলে
মোরা হ্যারে কই মাতা টাল।


ধান ডাইলের চাষ করি যেহানে
হ্যারে কই মোরা কোলা,
ঘর হতে যদি দূরে যায় কেহ
হ্যারে কই মোরা বোলা।