বাঙালি বাঙালী ভাব
        এম,এ,সালাম
         ০৪-০২-১৮


কথায় কথায় সতত বলেছি-
    আমরা বাংলার শ্রেষ্ঠ জাতি,
নীতিহীনতার কর্কষ মুখে
    চল জোরসে মারি লাথি।


আদম সন্তান বাঙালী জাতি-
    মোদের জুড়ি মেলা ভার,
সবাই মোরা চোরের সন্তান
    আমরা যে বাটপার।


উচুতলা  আর  নিচতলা বল-
      সব জাগাতে চোর
চোরের সাক্ষী মাত্তায় আজি
      বিচারকরা মহাচোর।


দিনে চুরি করে সব আমলারা-
   আবার কেউবা করে রাতে,
দেশের মানুষ নেই যে খুশী
     ডাল-মাছ আর ভাতে।


স্ব-অবস্থানে আইন আদালত-
      কেঊ ন্যায়ের পক্ষে নেই,
নিজের স্বার্থ লোটার জন্য
      চিন্তা ভাবনার সময় নেই।


বাঙালীরা সবাই দেশপ্রেমী-
     চলছে দাবার চালে,
বাংলাদেশের সব খানেতে
    অপস্কৃতিতে গেছে ভরে।