বাংলার কাব্য (১৯১৬)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০২-১০-২০২২
=======================
বঙ্গ মাতা জন্ম হলো তব এই ভুমে
সবে থাকি মিলেমিশে করি ভুমি চুমে,
বেঁধে বাড়িঘর সবে করি তাতে বাস
তার দানে বাঁচি প্রাণে তব মাটি চুমে।
অন্ন দাতা তুমি মাতা তুমি হলে সব,
তুমি মাটি তুমি খাঁটি আছি সবে সুখে
মিলে মিশে বাস করি তব এই বুকে,
স্নেহ ভালোবাসায় দিয়েছে কোলে রব।


সবার জানা আছে তব জন্ম মাটি সেরা
মাতা মাটি খুব খাঁটি মন প্রাণ ঘেরা।
মাটি জলে সোনা ফলে খেয়ে সবে বাঁচি
সব কিছু পেয়ে সবে খুব খুশী মনে,
হাতে পেয়ে সব আরামে শান্তিতে আছি,
বঙ্গ মাতা এ ধরায় খুশী ধনে জনে।