ব্যর্থ জীবনের স্বার্থ কোথায়? (২১৫৪ তম)
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
২৮-০৫-২০২৩
===================
নীড়হারা এই দুঃস্থের কাঁদন
কেহর মন নেয় না কেড়ে,
ভালোবেসে যদি করি  স্মরণ
সে যায় দুঃস্থকে ছেড়ে।


মনের কোণের জ্বালা যন্ত্রণা
মিটাবার মানুষ যে নাই,
যাকে আজকে আপন ভাবি
তার কাছেই  দুঃখ পাই।


হতাশা নিয়ে যে দিনাতিপাত
শুধু মরি ধুঁকে ধুঁকে,
ভালোবেসে কেউ আপনভেবে
টেনে নেয় না বুকে।


আমার কষ্ট দুঃখ আমারই থাক
আমি মরবো না হয় ধুকে,
এই জগতের সকল মানুষ তবুও
সর্বদা থাকুক সুখ শান্তিতে।


এই ব্যর্থ জীবনের স্বার্থ কোথায়?
নেই প্রেম আর ভালোবাসা,
আজ যাকেই ভালোবাসতে চাই
সবাই করে যে শুধু তামাশা।