ব্যার্থ যৌবনের স্বার্থ কোথায়?
      এম,এ,সালাম
       ০৯-০৩-১৮


এক পলকে অমন করে মুখপানে-
কেন তুমি এক ধেয়ানে চেয়ে আছো?
তোমার মনের ভাষা বুঝতে পারি না
কোন এক অজানা তথ্য থেকেও।


কেন যেন চলতি পথে আঁধার নামে-
     সাঁঝের বেলা প্রদীপ জ্বালাবে,
আবছা আলোয় দেখি তোর মুখচ্ছবি
হারিয়ে যাচ্ছে স্বার্থের গলগ্রহে।


যখন ঘন কালো আঁধার মেঘ নামে-
    ইচ্ছে হয় তোর ঘোমটা খুলে,
তোর কাজল কাল ভ্রুযুগলে চুমো খাই
কিন্তু কেন যেন ব্যার্থ হলাম।


তুমি যৌবনের আলতো ছোঁয়ায়-
     হাবুডুবু খাচ্ছ প্রেম দরিয়ায়,
মধুর সুরে ডাকছি তোকে তবুও
    স্বার্থ নিয়ে ব্যস্ত আছ কাহার টানে?


ব্যাথাতুর হৃদয়ে পাথর হয়ে-
   শুধু দৃষ্টি দিয়ে অশ্রুজলে দেখছি,
সোহাগ ভরে রুপের নেশায় ব্যাস্ত
    তোমার কোলে মাথা রাখার ইচ্ছে জাগে।