বাস করছি যুলুমের স্বর্গরাজ্যে
     এম, এ, সালাম
          ৩০-০৬-২০


   আমরা কি প্রতিষোধক জীব?
  বেঁচে আছি দূষিত আবহাওয়ায়,
  সারা দেহ কুড়ে কুড়ে খাচ্ছে,
  সমাজের কৃত্রিম শকুনের দল।


  এখানের নোংরা আবহাওয়ায়
    নিরহী প্রানী আর নিরহী নেই,
   সভ্য সমাজ অসভ্যতায় ভরপুর
    মানুষের মনকে দূর্বিসহ করছে।


   বাস করতে চাই নির্জন পরিবেশে
   কিন্তু পারি না ওদের থাবার ভয়ে,
  কখন যে কাহাকে আক্রমন করে,
   ক্ষুধার্ত ব্যাঘ্রের মত হুংকার দিয়ে।


   কখন কীটেরা মাথায় চাপিয়ে দেয়
    কলুর বলদের মত ভারী বোঝাটি,
  যুলুমের বোঝাটি সরাতে চেষ্টা করে,
  ব্যার্থতায় পর্যাবেশিত হয় কিনা?


   মহাসুখের  লাগি স্বপ্ন দেখেছিলাম
   সেই স্বপ্ন আজ উকি দেয় না দুয়ারে
   কালোবৈশাখি ঝড়ে উড়িয়ে নিচ্ছে
    স্বপ্ন ভেঙ্গে চৌচির হয়ে যাচ্ছে।


     চর্তুরপার্শ্বে নোংরা কীটগুলো
     খাই খাই রবে ছুটে চলছে জনপদে
     কিলবিল করছে সমাজকে ঘিরে
    ফাঁক পেলে ডুকে যাবে  সরুপথে।

   মুক্তি পেতে কত সাধনা করে যাচ্ছি
   নিস্তর পাব কিনা আক্রমন  হতে,    
   ওই যে এগিয়ে আসছে ঝড়ের মত
   হে প্রভু আমাকে মুক্তি দাও,মুক্তি দাও।