বাস্তবতার সম্মুখীন
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
২০-০৪-২২
🎠🎠🎠🎠🎠🎠🎠🎠🎠🎠🎠🎠            
  কত'যে স্বপ্নের আশা কেটে যায় প্রাতে
  মানব জীবনটা বহমান ঘাত প্রতিঘাতে।
যাহার যত আছে সম্পদ তার আরো চাই
ধনে যত ঘাত প্রতিঘাত মনে যে সুখ নাই।
যার বেকার সন্তান রোজ খুঁজে চলে কর্ম
পেটে ভাত নেই যার দেখুন বোঝে সেই মর্ম।
শ্রমিকের মুখে হাসি সতত মোটা চাল ভাতে
অভাব যদি ঘরে থাকলে সুখ খোঁজে তাতে।
দুঃস্থ পথশিশু চায় শুধু মনে একফালি রুটি
গরীবের পেট ক্ষুধায় ভর্তি চেপে ধরে টুঁটি।
দেশে কেউ করে বিলাসিতা কেউ মহাভোজ
দেশে উপবাসী অভাবীরা কেঁদে চলে রোজ।
এ দুঃসময়ে বেঁচে থাকা অনেক কঠিন সময়
সংগ্রামে কেউ পায় সফলতা কেউ পরাজয়।
জীবনযুদ্ধে এটায় বাস্তব তবু মেনে নিতে হয়
ঝড় তুফন,দুঃখ যাতনা করো হাসিমুখে জয়।