বাহ্যিকতায়
     এম,এ,সালাম
      ০৯-০৮-১৯


মানুষের রুপটি কেমন?
       স্বভাব এমন,
কচি লাউয়ের আটির মত,
   কথায় কাজে চাল চলনে-
    শান্ত স্বভাব যত।


ভাব-সাব দেখলে সবে-
      বলবে লোকটি ধনী হবে,
বাড়ীতে তার সামাজিকতা,
     যা আছে সব তত।


মন তাহার নিম্ন মানের-
    ধ্যান-ধারনা উচ্চমানের,
কথা বলে নানা ধরনের,
    দেখায় লোকের মাঝে।


ভেজা বেড়াল আছে যত-
    তার চেয়ে শান্ত তত,
কর্মগুলো এমন তাহার
      খারাপ আছে যত।


সাজ-গোছ দেখলে সবে-
    লেফাজ তাহার হুজুর হবে,
আইল সরাতে প্রধান যিনি,
    এক হাত পাবে মাপে তিনি,
দেড় হাত লয়ে বলে আবার,
     আরও মাপে পাব কত?


আসল রুপটি চেনা দায়-
      কাজের সময় উদয় হয়,
রুপটি তাহার অস্ত যায়,
     লোক সমাজে ঠেকে যায়,
মানুষ চেনা বড় দায়।