একটু না হয় ভুল করেছি-
   তাতে এত্ত বড় ঝড়,
আপন ভেবেই স্থান নিয়েছি
  হয়ে গেলাম আমি পর।


নীল আকাশটা কেঁদে ফিরেছে-
    আমার মনোকষ্ট দেখে,
এই সুযোগে অনেক বন্ধুরা
    প্রান খুলে শুধু হাসে।


আপন ভেবেই ঘরে ডুকেছি-
     হয়েছি এখন চোর,
অভিযোগ খানা না দিলে কি?
     আপন ছিল কি মোর?


বিচারকের কাছে অভিযোগ করে-
    চেয়েছে বন্ধু বিচার প্রার্থনা,
বিচারক আমায় শাস্তি দিয়েছে
     এমন ভুল করিতে শুধু মানা।


বন্ধু লেপে দিয়েছো মনের মাঝে-
    কালিমার কালো কালি,
নীল আকাশটা কালো মেঘেই
     ভরে গিয়েছে জানি।


সতত তোমায় দেখে গো সবাই-
    আমি দেখালে দোষটা কি?
রাতের চাঁদ টি খ্যাতা দিয়ে বোন
    রাতে ঢেকে রাখা যাবে কি?