আসল বাড়ী হতে নেমান্তন্ন পেয়ে-
        নকল মহলে এসেছি,
নকল গৃহের কারুকার্যতা দেখে
     আমি যে লোভেই পড়েছি।


অন্যের গেহের অবায়াবতা দেখে-
      মন যেতে চায় না ছুটে,
পানি খেতে এসে মধুর লোভে
       আসল ঠিকানায় না ছুটে।


দোস্ত খানার খাদিম দিতেছো-
     বড় বড় গামলায়,
দোস্তের কাছে না জিজ্ঞাসিয়ে
   পড়ে গেলি তুই মামলায়।


নতুন রাস্তা পাইয়ারে দোস্ত-
     পুরাণ রাস্তা গেলি ভুলে,
এই রাস্তার লোভেরই কারণে
   একুলের সুখ ওকুলে হারেলে।


এই সংসার কি তোমারই গড়া?
      অতিবাসনার ফল,
আমার মেহমান দেখিয়া কেনরে?
      নেমান্তন্নে করিলি ভুল।


সঙ্গী পাইয়া সব কিছু ভুলিয়া-
   আসল নকলের ইতিহাস,
জানিয়া রাখিস ওরে লোভীমন
    আজীবন সাজায় বাস।


নগদ টাকা দিয়ে কিনিলিরে তুই-
      ভেজাল পন্যের বোঝা,
বহিতে তোমার গাম ঝড়িবেরে
      হবি সাপের মত সোজা।


সবল হইয়া অত্যাচার করিলি-
      দূর্বলের মাথার উপর,
পড়ের সদনে বাস করিয়া কেন?
      ভাগ বসাইলি তাহার।


গাছার উপর, পরগাছার শক্তি-
     শিকর গাড়িলি গভীরে,
সামান্যতম দমকা হাওয়া দিলেই
     নির্বিদায় ভুপতিত হবিরে।


মামার কুঠিরের লোভ ত্যাগ কর-
      নিজের আবসের লাগি,
ঝড় আসিলেই আপনা আপনি
      যাবি রে তুই বাগি।