বেসামাল টিকটক (১৯১২)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৮-০৯-২০২২
======================
ফ্রিফায়ার টিকটকে খাচ্ছে মাথা
নিচ্ছে কেড়ে লজ্জাশরম,
অকাল পক্ষদের হচ্ছে নারে  হুশ
টিকটক নিয়ে মাথা গরম।


সারা বদনের উপর মেকাপ মেরে
ঘাটের বুড়ি সাজছে যুবতী,
কুঁচকে ঠোঁটের পরে লিপিস্টিক ঘষে
প্রিয়তমা হওয়ার আকুতি।


শর্টকাট নেংটি পরে বিড়াল সেজে
লেজ উঁচিয়ে করছে শিকার,
ঝুলছে ফাঁদ বোকার নাকের ডগে
তার হচ্ছে না কোন বিচার।


হালের প্রতিযোগিতায় নামছে সবে
বয়স পোশাকের নেই বালাই,
তা দেখে ছোটরাও নামছে খেলায়
দর্শকেরা দেখছে সব খেলাই।


ফেইকবুকে লক্ষ কোটি লাইক নিয়ে
সবাই হতে চায় সেলিব্রেটি,
ঘর সংসার মান ইজ্জতের বালাই নেই
এতে বাড়বে নাকি বন্ধু প্রীত।


হায় এই সভ্য-জগতে সভ্য-সমাজে
থাকবে না কেউ পিছে পড়ে,
স্বামী হলো আজ রঙহীন ব্যাকডেট
হানিমুনে স্বামীর জীবন কেড়ে।


চললে এমন নগ্ন সব টিকটক খেলা
সমাজে থাকবে না শ্রদ্ধা ভক্তি,
নষ্টামিতে আপনজনও কাঁদবে ঘরে
মিলবে কি কখন শেষ মুক্তি?


নিজবাস ভবন-১৭-০৯-২০২২ তাং রাত্র ১০.০০