বেত ই ভালো ছিলো (২২৩৪)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৭-০৮-২০২৩ ইং
*************************
সে কালের বেত ই ভাল ছিল
ছিল শাসনের হাতিয়ার,
শিক্ষার্থীরা ভয় পাইতো বেত
ব্যস্ত ছিলো পড়ার উপর।


যেদিন বেতটি কেড়ে নিলো
শিক্ষকের শাসন হল বন্ধ,
জবাবদিহি নাই ছাড়ছে পাঠ
তাদের পড়ার ইচ্ছা অন্ধ।


শিক্ষকের হাত থেকে যেদিন
কেড়ে নিলো শাসনের বেত,
সেদিন থেকে উম্মুক্ত হলো যে
ওই বেয়াদব  উৎপত্তির ক্ষেত।


বেত বিহীন শিক্ষার্থীদের শাসন
করনায় খাইলো মাথা গিলে,
মোবাইলে ফ্রিফায়ার টিকটকে
শিক্ষা বেয়াদব বানাইলো  মিলে।


অভিবাবকের কাছে লেখাপড়া
এখন হইল কোনমতে দায়সারা,
বাড়িতে মোটেও তদারকি নেই
বলে লেখাপড়া শিক্ষকের দ্বারা।