বিবেক শ্রেষ্ঠ  আদালত (১৯৫১)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৫-১১-২০২২
বিবেক বড় আদালত সৎ  মানুষের কাছে
বিবেক যদি মরে যায় বলিবো কার কাছে।


জানি,বিবেকহীন মানুষগুলো পশুর সমান
বিবেকের উন্নতি নয় তাদের করিলে সমন।


চরিত্র যার মরে গেছে বিবেক নেই যে তার
সভ্য সমাজে অমানুষ রুপে কাটাহীন তাঁর।


সদা বিবেকের মাপ কাঠিতে কথা বলতে হয়
নচেৎ সুন্দর জীবন যে হইবে তোমার ক্ষয়।


কাজ করার আগে বিবেকের কাছে প্রশ্ন কর?
ইতিবাচক সাড়া পেলে সেই কাজে হাত বাড়ো।


বিবেক নামক অদর্শনীয় বস্তু যদি যায়গো মরে
পশু সম মানুষ বলবে জ্ঞান আছে যার ভিতরে।