বিবেকের তাড়ণায় (২১৭৩ তম)
এম,এ,সালাম সুর ও ছন্দের কবি)
১৬-০৬-২০২৩
======================
সব জ্ঞানী গুণীর কাছে অনুরোধ
সমাজ দেশ জাতির জন্য,
সবাই বিবেকটাকে কাজে লাগান
এই স্বাধীন দেশের জন্য।


সুধী বিবেকটা যদি বিকিয়ে দেন
সামান্য স্বার্থের বিনিময়ে,
দেখবেন একদিন দেশ শূন্য হইছে
তবে গর্ব করবেন কি নিয়ে?


ওহে বিবেক দিয়ে বিচার করবেন
অতীত বর্তমান বিচার করে,
ভালো আছেন না খারাপ আছেন
সেই হিসেবটা মাথায় ধরে।


বিবেকের চেয়ে বড় হাতিয়ার যে
ধরায় খুঁজে পাওয়া দায়,
চলছে এখন মেধা যাচাই ভাই
দেশে চলছে যাচাই বাচাই।


আপনার মেধায় আপনার বিবেকে
সৎপাত্রে কন্যা দান করেন,
অন্যের কথায় আবেগতাড়িতভাবে
নিজেকে বিক্রি না করেন।