বিচ্ছেদের বেদনা (২৩৪৯ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১০-১২-২০২৩ ইং
================
বিচ্ছেদের বেদনা কেউ বুঝে না
এই বিষে যে জ্বলে পুড়ে নাই,
সে কি বুঝে,এ বিষের জ্বালা কি?
জ্বালায় হৃদয় পুড়ে হয় ছাই।
বিরহের জ্বালায় মন পুঁড়ে কালা
সতত দাউ দাউ করে জ্বলছে,
বিচ্ছেদে অন্তর পুড়ে বিষের বানে
পোড়ামন দেশ বিদেশে ঘুরছে।
তার বিচ্ছেদ যখন ঘটে যায় তখন
ওই  মনে কষ্টের পাহাড় চাপে,
মিটার স্কেলে উঠানামা করে জ্বালা
এই বিরহের  জ্বালা কে মাপে?
সে তো বুঝেনা হারানোর জ্বালা কি?
বিচ্ছেদ হলে মন কেমন করে,
পোলাউ ঘৃত-ননী খাওয়াইলেও সে
পোড়ামন থাকতে চায় না ঘরে।