বিধাতার প্রেম (২০৮৩ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৮-০৩-২০২৩
========_=============_
যদি চাও প্রভুর প্রেমে হতে দিওয়ানা
গভীর রাতে তাহাজ্জুদ পড়ো,
দ্বীন ইসলাম কুরআন সুন্নাহ কে ধরো
উত্তম চরিত্রে জীবন গঠন করো।


ওহে মানব জাতি সৃষ্টিকে নয় স্রষ্টাকে
অধিকতর  ভালোবাসতে শিখো,
দুনিয়ার লোভ  লালসা মোহ  কাটিয়ে
জান্নাতের পাতায় নাম লিখো।


দুনিয়ার কাজে নেই কোন কল্যান
প্রভুর প্রেমে পাবে অকল্যান,
যত দূর্দশা হতাশা অপ্রত্যাশিত ব্যর্থতা
ইহকালে পরকালে অবমূল্যায়ন।


ভালোবাসা হোক মহান প্রভুর  জন্য
যিনি নেয়ামত সৃষ্টি করেছেন,
আবেগের প্রেম ভালোবাসা তার জন্য
একাকীত্বের রুপে মিশে আছেন।


খাঁটি মনে জিহাদ করো নফসের বিরুদ্ধে
মেনে চলো তার বিধান স্বাধীনতা,
সতত সাবধান হও এক প্রভুর ধ্যানে মগ্ন
মনে রেখো সতত স্বায়ী বিধাতা।


যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো নফসের বিরুদ্ধে
মেনে চলো রবের বিধান স্বাধীনতা,
নিরন্তর সাধনায় হও এক ধ্যানে মগ্ন।
স্মরনে রেখো সর্বত্র স্থায়ী বিধাতা।