দেশবাসীর কাছে একটি কথা-
   অন্তর চক্ষু দিয়ে বলে যাই,
আমার কথা নয় বিদ্যানের কথা
  একটু বুঝে নিবেন সবাই।


দেশের জ্ঞানীরা হবে অপমান-
    আর গুনিরা হবে দোষী,
মিথ্যা স্বাক্ষে দোষী পার পাবে
    নির্দোষীদের  হবে ফাসি।


সব সত্য যাবে ওই নির্বাসনে-
   মিথ্যার প্রভাব হবে বেশী,
সত্য লোকের ঠাই হবে না
   মিথ্যা মাথাচারা দিবে বেশী।


লজ্জা উড়বে ওই আকাশেতে-
    শরমের মাথা খাবে ধানে,
জাত উঠবে ওই অজাতের ঘরে
    থাকবে না মান-সম্মানে।


জ্ঞানীদের মুখ থুবরে যাবে যে-
জ্ঞানহীনদের উচ্চবাচ্যের ফলে,
অজ্ঞানীদের মান বাড়িয়ে দিবে
  মান ইজ্জত হারানোর ভয়ে।


সব জ্ঞানীরা যে  চুপসে যাবে-
    অজ্ঞানীদের যুক্তির কাছে,
এই কথাগুলো কিন্তু আমার নয়রে,
  সব বিদ্যানেরা সত্যিই বলে গেছে।