এসেছিলে এই নিকেতনে তোমরা-
    আলোর মশাল জ্বালিবারে,
আজ তোমরা চলে যাচ্ছ  প্রয়োজনে
    সকলের হৃদয় খালি করে।


যাবেই যদি তবে এসেছিল কেন?
   প্রজাপতি হয়ে ফুল কাননে,
উড়ে উড়ে ঘুরে বেড়ায়ে তোমরা
    আজ যেতেছো মন কাঁদিয়ে।


বিনে সুতার মত গেঁথেছিলাম মালা-
     এক একটি ফুল কলির দ্বারা,
বেলার শেষে আজ ঝড়ে যাবে হায়!
     বুঝিলে গাঁথিতাম না মালা মোরা।


ফুল তুলিতে যদি কাটার আঘাত-
   পেয়ে থাকো বন্ধু এই কাননে,
নিজ গুনে আজ ক্ষমা করে দেও
   বিদায়ের বেলা রাখিও না মনে।


তোমরা হও আগামীর দিনের আলো-
    এই দোয়া করে যাই মোরা,
জীবনহোক গোলাপের মত পরিস্ফুটিত
    ফুলের সুবাশ ছড়িয়ে দিবে তোমরা।