হে বিজয়ের মাস তোকে
    আমি রেখেছি ধরে,
তাই তোর কথা আমার
   বারে বারে মনে পড়ে।


তুই তো সেদিন দিয়েছিলি-
   লাল সবুজের পতাকা,
তোকে পেয়ে স্বাধীন হয়েছে
বাংলার সাত কোটি জনতা।


হে স্বাধীনতা তোর কথা-
    আমি মনে করে,
কাব্যিক ছন্দে তোকে নিয়ে
    কাব্য লিখি বারে বারে।


সেদিন বাংলার আম জনতা-
     স্বস্তি পেয়েছে তোকে পেয়ে,
পশ্চিমারা এই শান্তিটুকু
    নিতে চেয়েছিল কেড়ে।


বন্দি ছিল সেদিন পুর্ববাংলা-
     পাকিস্তানের হাতে,
শাসন করিত পশ্চিমারা
     বাংলা ছিল তাদের গলগ্রহে।


তোকে পেয়ে বাংলার মানুষ-
     হয়েছে ছিকল মুক্ত,
বিহঙ্গের মত উড়ছে আজি
   খোলা আকাশে নিচে হয়ে মুক্ত।


সব খানেতেই স্বাধীন স্বাধীন-
     নেই যে মোরা অধিন,
বিজয়ের পতাকা হাতে নিয়ে,
      দিচ্ছি জয় বাংলার মিছিল।