বিজয় মানে -১
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
  ২৭-১২-২১ইং
=========================
বিজয় মানে মুনসুর মাঝির পানশীর পালে হাওয়া,
বিজয় মানে নাজেম আলীর মনের সুখে গাওয়া।
বিজয় মানে পূব আকাশে স্বাধীন সূর্য্যটা ঠিক লাল,
আঁধার ঠেলে বেড়িয়ে আসা সকালের ঝলমল ।
বিজয় মানে রুস্তুম ভাইয়ের মুক্ত নতুন টিনের চাল,
আদলদ্দীর খড়ের চালে বহে না বৈশাখী ঝর কাল।
বিজয় মানে আকবর আলী স্বেচ্ছায় করবে জমি চাষ,
নিজের ভূ'য়ে চাষের আশা বীজ পুষতো বারোমাস।
বিজয় মানে ঝিঙে মাচায় দোয়েল শ্যামা ফিঙের নাচ,
স্বাধীন আনন্দে ভাবে গাইবে সবে নাচবে সাথে গাছ।
বিজয় মানে সাজ সকালে কুমড়ো লতার পানে চাওয়া,
পুষ্প পরাগে মোক্ষিকায় মধু খেয়ে ধেয়ে গান গাওয়া।
বিজয় মানে মুক্ত আকাশে ঝাঁকে ঝাঁকে বক উড়া উড়ি,
মন কালিমায় সাদা মেঘের ভেলায় রুখবে মনের ঘুড়ি।
ডানপিটে ওই স্বাধীন শিশু দলে-দাপায় কাদা জলে,
স্বাধীন ভাবে মুক্তমনে ছুটছে,বাধা শোনছে না সে দলে।
ওই সলিলের কুমির থেকে মুক্তি পেয়ে-ব্যাঘ্র এলে ধেয়ে,
সেই বীর বিক্রমে দেয় সে খেদিয়ে যায়না তারে পেয়ে।
সূর্য সেন আর প্রিতিলতা-তিতুমীর আরো ছিলো যথা,
অকুতোভয় বঙ্গবন্ধুর নির্বিকতা বিজয় আনে স্বাধীনতা।
বিজয় মানে কত মায়ের আদর-বোনের ভালোবাসা?
বিজয় মানে পিতার স্নেহ চৈত্র ভাদ্রোর শান্তি সুখে খাসা।
বিজয় মানে সাহস নিয়ে রণে জেতা-বীরের বেশে লড়াই
বিজয় মানে বিশ্বের বুকে উন্নায়নে উচিৎ  স্বদেশ গড়াই।