বিজয়ের গান
এম,এ,সালাম
০৮-১২-২০২১
=================
বিজয়ের হাসি হাসছে খোকা
   পাড়ার সাথীর সাথে,
আজ স্বাধীনতার পঞ্চাশ বছর
   ঘুরছে  সবার  মাথে।


খুকী,মনের কথা শেয়ার করে
     দেশ স্বাধীন বলে,
বাংলা মায়ের সকল কথা
    শেয়ার করে চলে।


নেচে খেলে গান গেয়ে যায়
     বাধা নিষেধ নেই,
স্বাধীন দেশে খেয়াল খুশীতে
    হারিয়ে ফেলি খেই।


মায়ের কথা বাংলা ভাষায়
   প্রকাশ করে  যাই,
বঙ্গবন্ধুর এই শত বার্ষিকী
   পালন করতে চাই।


বিজয়ের মাসে হাসে খোকা
   গায় যে দেশের গান,
দেশে উন্নায়নের  জোয়ারে
   গায় বিজয়ের গান।