বিজয়ের উল্লাসে (১৯৯৩)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৮-১২-২০২২
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
বিজয় মানে স্বাধীন ভাবে
কথা বলতে পারা,
বিজয় মানে সবখানেতে
হাটতে চলতে পারা।


বিজয় মানে বাঙালিদের
স্বাধীন সুন্দর দেশ,
বিজয় মানে পাকহানাদের
দেশ থেকে বিনেস।


বিজয় মানে যার অধিকার
সে যেন পেয়ে যায়,
বিজয় মানে নয়তো সুজন
ছিনিয়ে নিবে প্রায়।


বিজয় মানে মুক্ত আকাশে
ভ্রমন করে  দেখা,
বিজয় মানে নয়তো প্রিয়
লাটাই হাতে রাখা।


বিজয় মানে যার যে কাজ
তিনিই তাহা করবে,
বিজয় মানে পথে ঘাটেতে
যাকে ইচ্ছে ধরবে।


বিজয় মানে নারীর অধিকার
ফিরিয়ে দিতে হবে,
বিজয়  মানে নয়তো ভাইরে
নারী বদ্ধ ঘরে রবে।