বিকৃত অনুশোচনা (২১৬৮ তম)
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
১১-০৬-২০২৩
===================
যদি ইচ্ছেমত অপমান করে
অনুসোচনা না করে,
সেই মানুষটাকে কেমন করে
ভালো হিসেবে ধরে।


হায়!অপমানের ধরণটা এমন
শরীরে পা লাগবে বলে,
মুরব্বির সাথে বিশ্রাম নেয় সে
দুই পায়ে জুতাটা তুলে।


এমন অপমানেও মনের ভিতরে
অনুভুতি না দের সাড়া,
বেয়াদপ আর ওই অপদার্থকে
ঝাড়ু,জুতা পিটায় তাড়া।


বেয়াদবের মনে অনুভূতি নেই
মন একটু বিচলিত হয় না,
মনের খেয়ালে বেয়াদবি করছে
ফিরিয়ে  আসতে চায় না।


শরীরে যদি ভালো রক্ত থাকতো
মন ভালো হয়ে ফিরতো,
বেয়াদবের অনুভুতিটা বুঝতেই
ভালো রাস্তায় সে ভিরতো।