মাগো,তোমার মুখের কথা শুনলে-
   মনের আশা পুরে,
বিদেশী ভাষায় কথা শুননে
   মাথাটা কেন ঘুরে?


মাগো, তোমার মুখের মধুর বানী-
    সহজ,সরল জানি,
কেহ অন্য ভাষা চাপিয়ে দিলে
     মাগো মানবো না কখনই।


মাগো, আমার দেশে আমার ভাষা-
    আমার কাছে সোজা,
বিদেশী ভাষা চাপিয়ে দিলে
     হবে আমার কাছে বোজা।


মাগো,বল দেও ওই নেতারে-
     কথা বলব দেশী ভাষায়,
নচেৎ কিন্তু , রক্ত দিয়ে যুদ্ধ করব
     দেশী ভাষা পাওয়ার আশায়।