বীর কৃষক শ্রমিক (১৯৮১)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৪-১২-২০২২
****************************
আমরা চাষা জগত খাসা খাদ্যের দেই  যোগান
ক্ষুধাতুরের স্বার্থে লড়াই করে বাঁচাই সবার প্রাণ।
বিশ্বের চাষীরা একত্রে যদি ছাড়ে ফসল ফলানো
অন্নবিনে ভুখা হইবে মানুষ ভেবোছো কি কখনো?
আমরা যত চাষী-মজুর কাজ করি মানুষের জন্য
নিত্যপ্রয়োজনীয় সকল খাবার উৎপাদনেই ধন্য।
চাষীরা যদি না করে তা বিশ্ব কেমন হবে দেখছো?
বিশ্ববাসীর কি ভোগ হবে বেহায়া  মানুষ ভাবছো?
কৃষক শ্রমিক আমরা যদি চেষ্টা না করি এ জঞ্জাল
হা-হা কারে পতিত হবে বিশ্বের খাদ্যের কি যে হাল?
কৃষক দেয় নাপিতের খাবার নাপিত কাটে তার চুল
বিশ্ববাসী হবে কি কখনো একজন কৃষকের সমতুল?
জ্ঞানীগুণী তবু কেন এদের সবে ছোট ভাবি সমাজে?
এরাই তো মোদের আসল বন্ধু শ্রমিকেরা সব কাজে।
কৃষক যদি ফসল না ফলাত শ্রমিক কাজ না করতো
বিশ্ববাসী শ্রমিকহীনে কিভাবে খাদ্যে উপহার দিতো?
নানা পেশার শ্রমিকেরা কাজে করছে নানা উপকার
এই তো বিশ্বের বীর সেনানী মানুষের সঙ্গী যে সবার।