বিরামহীন বউদের জীবন  
        এম,এ,সালাম
         ৩০-০১-২১
-------------------------------------
সারাদিন অমানুষিক গতর খাটুনি খেঁটে যায়
আজ অবধি ঘরের মানুষ কেউ টের না পায়।
সকলের মন জুগিয়ে চলে সকাল থেকে রাত
কত খারাপ বার্তা পেয়েও  রাধে বধু ভাত।
প্রতিদিন প্রতিসময় গৃহবধু থাকে না নীরবধি,  
সকালের বাসি উঠোনেও ঝাড়ু দেওয়াও যদি।
সকালের চা চক্র নাস্তা তৈরি পরিবেশন করা
বিশ্রাম নেয়ার ভাবনা কিসে তবে জানে মারা।
একটু পরেই শ্বশুর আব্বার অসুস্থ্যতার হুমকি
ঔষধ নিয়ে দাড়াতে হয় দেয় নাস্তার দুমকি।
কথায় কথায় দোষ ধরে সে কাজে ধরে ভুল
শশুর শাশুরীর ভাষা বর্ণ নয়তো গোলাপ ফুল।
শশুর,শাশুড়ী,দেবর,ননদ, স্বামীর কথা শোনা
মন জুগিয়ে ঘর কন্নার কাজ পারে কয়জনা ।
ছেলে বলে ডিম পোজ দাও ক্ষুধা আমার পেটে
উনানেতে ভাত বসানো,না খেয়ে ক্লাসে সে ছুটে।
ছোট মনু কাঁদিতেছে জামা কাপড় পড়বে এখন
বরের চিৎকার অফিসে যাবে গেঞ্জি পায়না তখন।
ননদ-ননদ জামাই এসে বৌদিকে জানিয়ে দিল
পরিষ্কার কর সবই বাড়িতে আগে যাহা ছিল।
ননদ আসলে বাড়তি জ্বালা নাস্তা খাবার সবে
একটু দেরি  হলে বউয়ের  রাগ করে যে তবে।
বউয়ের এমনি এমনি করতে বিকাল হয়ে গেল
বিকেলের চা-চক্রের আবার  সময় হয়ে গেল।
বউয়ের অবসরের জো নেই আছে শুধু খাঁটুনি
খাবার পরে যা থাকে বউয়ের সবটুকু  চাটুনি।
একটু শুয়ে বিশ্রাম নিবে তার সময় আছে কই
সন্ধার পড়ে আবার ব্যস্ততা রাত বারোটা সই।
পুনঃ রাতের খাবার তৈরী করা শুরু হয়ে যাবে,
এমনি ভাবে বউয়ের খাঁটুনি সারা জীবন  তবে।